Book: মস্তিষ্কের ক্যানভাস
Written: সোলায়মান সুখন
পৃষ্টা সংখ্যা: ১৩৬
ক্যাটাগরি: আত্ম-উন্নয়ন
প্রথম প্রকাশ: ২০১৯
Review Written: Asraful Porag
পৃষ্টা সংখ্যা: ১৩৬
ক্যাটাগরি: আত্ম-উন্নয়ন
প্রথম প্রকাশ: ২০১৯
Review Written: Asraful Porag
mostisker canvas bangla pdf download
Review:
বইটি হাতে নিয়ে একটু পড়লেই বুঝতে পারবেন এই বইটা বাস্তবতার প্রতিচ্ছবি।
যে প্রতিচ্ছবি ফুটে উঠে আমাদের মস্তিষ্কের ক্যানভাসে।
এদিক দিয়ে চিন্তা করলেই বুঝা যায়,বইটি যোগ্য লেখকের যোগ্য নামটাই দেওয়া হয়েছে।
মস্তিষ্কের ক্যানভাস বইটা পড়লে কেবল তখনই আপনি বুঝতে পারবেন বইটা আসলে কতটা ভাল। এটা আসলেই খুব ভাল একটা বই। না পড়লে বুঝতে পারবেন না,ধারণা করতে পারবেন না উনার সম্পর্কে।
অনেকে বইটি নিয়ে ফেবুতে অনেক হাসি ঠাট্টা করেছে। তাই এই কথাগুলো বলা।
বইটি নিয়ে যখন উনি প্রথম স্টাটাস দিয়েছিলেন ফেবুতে অনেকে উনাকে নিয়ে ট্রল করেছিলেন। আরে,ভাই ট্রল করার আগে আপনার ভাবা উচিত ছিল যে আপনি তার নখেরও যোগ্য না। কতটা অধম হলে যাছাই না করে ট্রল করে তারা। হেটার্সরা বুঝি এমনই হয়!
সত্যিকারের পাঠকেরা ঠিকই গুণগান করেছে বইটির।তাছাড়া মনে রাখবেন,"যার যোগ্যতা যত কম,তার হিংসা তত বেশি।"
পরে যখন ২০১৯ এর বই মেলায় এটি উন্মোচিত হয়,তখন এটির কোয়ালিটি ফুটে উঠে। এই বইটির পরিবেশক ছিল তাম্রলিপি এবং প্রকাশনা ছিল অধ্যয়ন প্রকাশনা। বই প্রকাশের প্রথম দিক থেকেই দেখা যায় যে পাঠকের খুব উৎসাহ নিয়ে বইটি কিনছে,বইটি প্রকাশ করার সময় থেকেই দেখা যায় উপচে পড়া ভীড়।
তাছাড়া রকমারি বেস্ট সেলার তালিকার বই গুলোর মধ্যে মস্তিষ্কের ক্যানভাস বইটি একটি। যা বিগত সাল থেকে এখনো বেস্ট সেলারেই অবস্থান করতেছে।
নাগরিক জীবনের দেখা-অদেখা সব কনপ্লিক্ট অনুভুতি ঘেরা সংযোজিত হয়েছে এ বইতে। বইটি তার মনের ভেতরে যত্নে রাখা ভাবনাগুলোরই সংকলন। যে ভাবনা গুলো এসেছে যুদ্ধ জাহাজে টহল দেওয়ার সময়কার দিনপঞ্জিকা লিখার সময়গুলো থেকে শুরু করে ব্যস্তজীবনের অবিজ্ঞতা সঞ্জয়ন থেকে। যেগুলো অনেকটা তিনি ইন্টারনেটে প্রকাশও করেছিলেন।
যে প্রতিচ্ছবি ফুটে উঠে আমাদের মস্তিষ্কের ক্যানভাসে।
এদিক দিয়ে চিন্তা করলেই বুঝা যায়,বইটি যোগ্য লেখকের যোগ্য নামটাই দেওয়া হয়েছে।
মস্তিষ্কের ক্যানভাস বইটা পড়লে কেবল তখনই আপনি বুঝতে পারবেন বইটা আসলে কতটা ভাল। এটা আসলেই খুব ভাল একটা বই। না পড়লে বুঝতে পারবেন না,ধারণা করতে পারবেন না উনার সম্পর্কে।
অনেকে বইটি নিয়ে ফেবুতে অনেক হাসি ঠাট্টা করেছে। তাই এই কথাগুলো বলা।
বইটি নিয়ে যখন উনি প্রথম স্টাটাস দিয়েছিলেন ফেবুতে অনেকে উনাকে নিয়ে ট্রল করেছিলেন। আরে,ভাই ট্রল করার আগে আপনার ভাবা উচিত ছিল যে আপনি তার নখেরও যোগ্য না। কতটা অধম হলে যাছাই না করে ট্রল করে তারা। হেটার্সরা বুঝি এমনই হয়!
সত্যিকারের পাঠকেরা ঠিকই গুণগান করেছে বইটির।তাছাড়া মনে রাখবেন,"যার যোগ্যতা যত কম,তার হিংসা তত বেশি।"
পরে যখন ২০১৯ এর বই মেলায় এটি উন্মোচিত হয়,তখন এটির কোয়ালিটি ফুটে উঠে। এই বইটির পরিবেশক ছিল তাম্রলিপি এবং প্রকাশনা ছিল অধ্যয়ন প্রকাশনা। বই প্রকাশের প্রথম দিক থেকেই দেখা যায় যে পাঠকের খুব উৎসাহ নিয়ে বইটি কিনছে,বইটি প্রকাশ করার সময় থেকেই দেখা যায় উপচে পড়া ভীড়।
তাছাড়া রকমারি বেস্ট সেলার তালিকার বই গুলোর মধ্যে মস্তিষ্কের ক্যানভাস বইটি একটি। যা বিগত সাল থেকে এখনো বেস্ট সেলারেই অবস্থান করতেছে।
নাগরিক জীবনের দেখা-অদেখা সব কনপ্লিক্ট অনুভুতি ঘেরা সংযোজিত হয়েছে এ বইতে। বইটি তার মনের ভেতরে যত্নে রাখা ভাবনাগুলোরই সংকলন। যে ভাবনা গুলো এসেছে যুদ্ধ জাহাজে টহল দেওয়ার সময়কার দিনপঞ্জিকা লিখার সময়গুলো থেকে শুরু করে ব্যস্তজীবনের অবিজ্ঞতা সঞ্জয়ন থেকে। যেগুলো অনেকটা তিনি ইন্টারনেটে প্রকাশও করেছিলেন।
বইয়ে কোনো ধারাবাহিকতা,পক্ষপাত নেই। মানুষ,ইদুরে মানুষ,বৃত্তবন্দি জীবন,জীবন ওও জীবিকা,স্টেস,জাজমেন্টাল,চোখ,দেশ দায়িত্ব ইত্যাদি উল্লেখযোগ্য অনুগল্প নিয়ে সাজানো হয়েছে বইটা।
mostisker canvas bangla pdf download
লেখক সম্পর্কে:
বর্তমান দিশেহারা জনতার প্রেরণার উৎস লেখক সোলায়মান সুখন সম্পর্কে না বললেই নয়। লেখক না বলে তাকে স্পিকার বললেই উপর্যুক্ত হয়। সেই কলেজ জীবন থেকেই দেয়াল পত্রিকায় লেখালেখি,উপস্থিত বক্তৃতার স্ক্রিপ্ট লিখায় পটু ছিলেন। MBA করেছিলেন ঢাকা ভার্সিটি থেকে। তিনি একাধারে ছিলেন নৌ কর্মকর্তা,ভার্সিটির অতিথি লেকচারার,দেশসেরা ভিডিও ব্লগার। মার্কেটিং নিয়ে বেশ কিছু দেশসেরা কোম্পানিতেও কাজ করেছিলেন।তাছাড়া তিনি জূটবর্গ এর সামাজিক যোগাযোগ মাধ্যমের এম্বাসেডর।
বর্তমান দিশেহারা জনতার প্রেরণার উৎস লেখক সোলায়মান সুখন সম্পর্কে না বললেই নয়। লেখক না বলে তাকে স্পিকার বললেই উপর্যুক্ত হয়। সেই কলেজ জীবন থেকেই দেয়াল পত্রিকায় লেখালেখি,উপস্থিত বক্তৃতার স্ক্রিপ্ট লিখায় পটু ছিলেন। MBA করেছিলেন ঢাকা ভার্সিটি থেকে। তিনি একাধারে ছিলেন নৌ কর্মকর্তা,ভার্সিটির অতিথি লেকচারার,দেশসেরা ভিডিও ব্লগার। মার্কেটিং নিয়ে বেশ কিছু দেশসেরা কোম্পানিতেও কাজ করেছিলেন।তাছাড়া তিনি জূটবর্গ এর সামাজিক যোগাযোগ মাধ্যমের এম্বাসেডর।
mostisker canvas Solaiman Shukhon bangla pdf
download link 01: click here [adf.ly with GoogleDrive link demo pdf version ]
download link 02: click here [adf.ly with GoogleDrive link demo pdf version ]
somudro theke somotole Solaiman Shukhon bangla pdf download
সমুদ্র থেকে সমতলে Solaiman Shukhon pdf book
এখন পর্যন্ত যে সকল বই সম্পূর্ণ আপলোড করা হয়েছে তার তালিকা দেখুন:(pdf link সহ)
# আমাজনিয়া
# রবিন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেন নি
আরও অনেক বই সম্পূর্ণ আপলোড করা হয়েছে যা এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয় নি। সেগুলো এই ওয়েবসাইটের পিডিএফ লিস্টে খুজলেই পাবেন।
Thanks
ReplyDeleteঅনেক সুন্দর ।অনেক অনেক ভালো একটা কাজ করতেছেনে আপনি ভাই.. আশা করব ইসলামিক বইয়ের একটা বিরাট সম্ভার গড়ে তুলবেন ধীরে ধীরে.
ReplyDeleteThis comment has been removed by the author.
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteঅসাধারণ
ReplyDeleteMostisker Canvas Full PDF Chai
ReplyDelete