nirbason by sadat hossain pdf free download
বই: নির্বাসনলেখক: সাদাত হোসাইন
ক্যাটাগরি: উপন্যাস
রিভিউ লিখেছেন: Asraful Porag
nirbason sadat hossain bangla pdf download
নির্বাসন বই Review:
নির্বাসন বই Review:
এ বইতে প্রধান চরিত্রের মধ্যে একজন হচ্ছে মনসুর। অন্যদিকে আছে কণা ও জোহরা।
এছাড়াও আছে আজহার খন্দকার,তোরাব আলী লস্কর অন্যান্যরা।
এছাড়াও আছে আজহার খন্দকার,তোরাব আলী লস্কর অন্যান্যরা।
সময়টা ১৯৮৮।দেশে স্থিতিশীলতা নেই।
আজহার খন্দকার গ্রামে থাকে,পেশায় তিনি পাট ব্যবসায়ী। গ্রামের নাম নবীগঞ্জ। আজহার খন্দকারের ছেলে মনসুর। সে ঢাকা ঢাকা মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের ছাত্র। ছেলেকে নিয়ে ভয়াবহ দুঃস্বপ্ন দেখে। তাই ছেলেকে গ্রামে আনতে ঢাকায় যায়। বাড়ি আসাতে যে ছাত্র জীবনের ইতি ঘটবে এবং নির্মম,ভয়াবহ ভবিষ্যৎ পথ তৈরি তা বুঝতে পারলে সাহসী মনসুর বাড়িতে আসতেন না,এমনটা কখনই হতে দিতেন না।
nirbason sadat hossain pdf
প্লটে রোমাঞ্চ পাবেন। আছে প্রেম-ভালবাসা আর সম্পর্কের কাড়াকাড়ি। পড়তে পড়তে একসময় হয়ত কোনো এক অজানা শুন্যতা অনুভব করবেন। হয়ত আপনি নির্বাসন-২ এর অপেক্ষায়েও থাকবেন।
গল্পটা মন ছুয়ে যাওয়ার মত। বইটি পড়ে বুঝবেন একদিকে যেমন ভালবাসা,ঠিক অন্যদিকে বাস্তবতা-দুটাই মেনে নিতে হয়।কখনো কখনো ভালবাসা মুখ্য হয়ে দাঁড়ায়,আবার কখনো কখনো বাস্তবতা মেনে নিতে হয়।
একদিকে, পপ্রথম ভালবাসার কণা আর অন্যদিকে এমন বিচক্ষণ,বুদ্ধিমতী,সাহসী জোহরাকে পেলে হয়ত আপনিও নির্বাসনে যেতে বাধ্য!
আজহার খন্দকার গ্রামে থাকে,পেশায় তিনি পাট ব্যবসায়ী। গ্রামের নাম নবীগঞ্জ। আজহার খন্দকারের ছেলে মনসুর। সে ঢাকা ঢাকা মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের ছাত্র। ছেলেকে নিয়ে ভয়াবহ দুঃস্বপ্ন দেখে। তাই ছেলেকে গ্রামে আনতে ঢাকায় যায়। বাড়ি আসাতে যে ছাত্র জীবনের ইতি ঘটবে এবং নির্মম,ভয়াবহ ভবিষ্যৎ পথ তৈরি তা বুঝতে পারলে সাহসী মনসুর বাড়িতে আসতেন না,এমনটা কখনই হতে দিতেন না।
nirbason sadat hossain pdf
প্লটে রোমাঞ্চ পাবেন। আছে প্রেম-ভালবাসা আর সম্পর্কের কাড়াকাড়ি। পড়তে পড়তে একসময় হয়ত কোনো এক অজানা শুন্যতা অনুভব করবেন। হয়ত আপনি নির্বাসন-২ এর অপেক্ষায়েও থাকবেন।
গল্পটা মন ছুয়ে যাওয়ার মত। বইটি পড়ে বুঝবেন একদিকে যেমন ভালবাসা,ঠিক অন্যদিকে বাস্তবতা-দুটাই মেনে নিতে হয়।কখনো কখনো ভালবাসা মুখ্য হয়ে দাঁড়ায়,আবার কখনো কখনো বাস্তবতা মেনে নিতে হয়।
একদিকে, পপ্রথম ভালবাসার কণা আর অন্যদিকে এমন বিচক্ষণ,বুদ্ধিমতী,সাহসী জোহরাকে পেলে হয়ত আপনিও নির্বাসনে যেতে বাধ্য!
-------------------*****--------------------
nirbason sadat hossain pdf downloadলেখক কথা:
সাদাত হোসাইন এর নির্বাসন বইটা তার লেখা বইয়ের মধ্যে একটা উল্লেখযোগ্য বই।
বর্তমানে যেসব লেখক জনপ্রিয় তাদের মধ্যে সাদাত হোসেন অন্যতম। লেখকের বাকি সব বইয়ের মত এই বইও আপনার ভাল লাগতে বাধ্য যদি আপনি উপন্যাস টাইপের গল্প পছন্দ করেন।
জীবন। জীবণকে লেখক অদ্ভুত খেয়ালি ঘুড়ি বলেছেন যে ঘুড়ি কখনো কখনো থেমে যায় আবার কখনো কখনো মুক্ত আকাশে ঘুড়ে বেড়ায়। অর্থাৎ একসময় খুশির জোয়ার থাকে সারাসময়,তখন দেখা হয় রৌদ্রুরে জ্বলমল দিন।আবার ঠিক কখনোবা জীবণের কোনো একটা সময় দেখা যায় "নির্বাসন"। এটাই জীবণ।
তবুও কি জীবন থেমে আছে?
যাক না জীবন,যাচ্ছে যখন।
তবুও কি জীবন থেমে আছে?
যাক না জীবন,যাচ্ছে যখন।
ছোট বেলার সময়টা অনেক ভাল ছিল। তখন কোনো গল্প শুনলেই আমরা তা নিয়ে কল্পনার আকাশে ঘুরে বেড়াতাম। আজ আমরা বেশ বড্ড হয়ে গেছি। সেই ফিলিংস আর আগের মত কাজ করে না। তারপরও চেতন-অবচেতন মন সেই স্মৃতি মাঝে মাঝে মনে করিয়ে দেয়।তখন মনে ভালোলাগা কাজ করে।
গল্প-কল্প,গান,কবিতা যাই বল, লিখতে গেলে ঐ ছোট্ট গল্পগুলোই এখনো নিরব অথবা সরোব প্রণোদনা দেয়।
Book Review....
বইয়ের নামঃ মেঘেদের দিন
লেখকঃ সাদাত হোসাইন
সাদাত হোসাইনের লেখা বই এটাই আমার পড়া প্রথম বই।
মারুফ ও তানিয়া এর ছয় মাস উনিশ দিন হয়েছে বিয়ে হয়েছে। কিন্তু মারুফের ছুটি না থাকায় তারা কোথাও ঘুরতে যেতে পারেনি। মারুফ এবার হঠাৎ করেই মারুফ ছুটি পেয়ে যায় আর তখন মারুফ তার নানাবাড়ি নীলতলি যাওয়ার পরিকল্পনা করে।মারুফ নীলতলি ছোটবেলায় একবার গিয়েছিল। একবার গেলেও মারুফের কাছে তার নানাবাড়ি অনেক ভালো লেগেছিল.... সেখানের পুকুরপাড়, টিনের চালের দুতলা বাড়ি,হিজল গাছ,বৃষ্টি এবং তার দুই সৎ মামা আলাল খা এবং দুলাল খা এর আদর মারুফ এতবছরেও ভুলতে পারেনি।এছাড়াও তানিয়ার বৃষ্টি অনেক পছন্দ তাই মারুফ সিদ্ধান্ত নেয় সে নীলতলি যাবে।তানিয়া প্রথমে যেতে চাচ্ছিল না কিন্তু নৌকায় যখন বৃষ্টি শুরু হয় তখন তানিয়া মুগ্ধ হয়ে যায়।তানিয়া আর মারুফ নৌকায় বৃষ্টিতে ভিজতে থাকে।
বুড়ি নীলতলি গ্রামের একটি কিশোরী। বুড়ি এই গল্পের প্রধান চরিত্রের মধ্যে একজন।বুড়ির বাবা হানিফ করাতি(সে একজন খারাপ লোক..সে ধর্ষন করে ও বিভিন্ন খারাপ কাজ করে)।বুড়ির মা অনেক ভালো। সে অন্তসত্তা।সে চায় তার যাতে একটা ছেলে হয় কারণ মেয়েদের এই সমাজে অনেক বিপদের সম্মুখীন হতে হয়। বৃষ্টি শুরু হবে বলে বুড়ি তার হাসের ছানাগুলোকে খুঁজে ঘরে আনার জন্য নদীর ধারে গিয়েছিল। নদীর তীরে নৌকা নিয়ে যাচ্ছিল হারু ব্যপারী(হারু ব্যপারী ছিলো ধর্ষনকারী এবং খারাপ কাজে লিপ্ত ব্যক্তি)। হারু ব্যপারী বুড়িকে যেতে দেখে ডাক দেয় এবং বৃষ্টির অজুহাতে বুড়িকে তার নৌকায় তুলে নেয়।বুড়ি প্রথমে বুঝতে পারেনি কিন্তু পরক্ষণেই সে বুঝতে পেরেছে কি কারণে হারু কাকু(হারু বুড়ির বাবার বন্ধু বলে তাকে কাকু বলে সম্বোধন করে) তাকে নৌকায় নিয়েছে।
বুড়িকে নিয়ে কিছুদুর যাওয়ার পরই বুড়ি মারুফদের নৌকা দেখতে পায় এবং লাফ দিয়ে নদীতে পরে যায়।সাতার কেটে মারুফদের নৌকার কাছে আসতে থাকে।মারুফরা প্রথমে বুড়িদের দেখে ভেবেছিল একটি মেয়ে ও তার বাবা নৌকা দিয়ে ঘুরছে।কিন্তু যখন তাদের একটু সন্দেহ হয় তখনই বুড়ি তাদের নৌকার কাছে চলে আসায় তাদের নৌকার মাঝি জয়নাল বুড়িকে জিজ্ঞেস করেছে সে এখানে কি করছে।বুড়ি কিছু বলার আগেই হরি এসে মিথ্যা কাহিনী বলেছে।নীলতলি পৌঁছানোর পর মারুফ দেখে আগের মতো আর সেই হিজল গাছ, টিনের ঘর নেই....পুকুর আছে....কিন্তু তার মামারাও আগের মতো নেই।তারাও মারুফকে দেখে এতবেশি খুশি হয়নি।মারুফরা কয়েকদিন থাকে নীলতলিতে।তানিয়া ততদিনে বুড়ি সম্পর্কে সব জানতে পারে।মারুফের মা তার মামাদের চিঠিতে জানায় যে তার মা এই সম্পত্তিতে তার অধিকার চায়।তাই মারুফ আর তানিয়া যেদিন চলে যাবে সেদিন আলাল এবং দুলাল তাদেরকে মারার প্ল্যান করে। এই পরিকল্পনায় যুক্ত হয় হানিফ ও হারু।
হানিফ আর হারু জয়নালের সাহায্যে তানিয়া আর মারুফকে কিডন্যাপ করে।হানিফ আর হারু তানিয়াকে ধর্ষন করার কথা বলে এবং আলাল এর ফ্যাক্টরির গোপন ঘরে বন্দি করে।কিন্তু তখনই হানিফের কাছে খবর আসে তার স্ত্রী অনেক অসুস্থ। সে তার স্ত্রীর কাছে যায় এবং গিয়ে দেখে তার আরেকটি মেয়ে হয়েছে। তার মৃত্যুপথযাত্রী স্ত্রী তাকে সেদিনের বুড়ির সাথে হারু কি করতে চেয়েছিল সব বলে।হানিফ সব শুনে ফিরে এসে হারুকে খুন করে ফেলে।
তার ২ মাস পরে মারুফ আর তানিয়া বুড়িকে নিয়ে ঢাকায় চলে আসে।।।।।।
উপন্যাসটিতে মেয়েদের প্রতি অন্যায় এবং নিজ স্বার্থের জন্য মানুষ কত কি করতে পারে তা সুন্দর গল্পের মাধ্যমে দেওয়া আছে।
Review টিতে কোনো ভুল করে থাকলে ক্ষমাপ্রারথী।
nirbason sadat hossain bangla pdf Download
গল্প-কল্প,গান,কবিতা যাই বল, লিখতে গেলে ঐ ছোট্ট গল্পগুলোই এখনো নিরব অথবা সরোব প্রণোদনা দেয়।
Book Review....
বইয়ের নামঃ মেঘেদের দিন
লেখকঃ সাদাত হোসাইন
সাদাত হোসাইনের লেখা বই এটাই আমার পড়া প্রথম বই।
মারুফ ও তানিয়া এর ছয় মাস উনিশ দিন হয়েছে বিয়ে হয়েছে। কিন্তু মারুফের ছুটি না থাকায় তারা কোথাও ঘুরতে যেতে পারেনি। মারুফ এবার হঠাৎ করেই মারুফ ছুটি পেয়ে যায় আর তখন মারুফ তার নানাবাড়ি নীলতলি যাওয়ার পরিকল্পনা করে।মারুফ নীলতলি ছোটবেলায় একবার গিয়েছিল। একবার গেলেও মারুফের কাছে তার নানাবাড়ি অনেক ভালো লেগেছিল.... সেখানের পুকুরপাড়, টিনের চালের দুতলা বাড়ি,হিজল গাছ,বৃষ্টি এবং তার দুই সৎ মামা আলাল খা এবং দুলাল খা এর আদর মারুফ এতবছরেও ভুলতে পারেনি।এছাড়াও তানিয়ার বৃষ্টি অনেক পছন্দ তাই মারুফ সিদ্ধান্ত নেয় সে নীলতলি যাবে।তানিয়া প্রথমে যেতে চাচ্ছিল না কিন্তু নৌকায় যখন বৃষ্টি শুরু হয় তখন তানিয়া মুগ্ধ হয়ে যায়।তানিয়া আর মারুফ নৌকায় বৃষ্টিতে ভিজতে থাকে।
বুড়ি নীলতলি গ্রামের একটি কিশোরী। বুড়ি এই গল্পের প্রধান চরিত্রের মধ্যে একজন।বুড়ির বাবা হানিফ করাতি(সে একজন খারাপ লোক..সে ধর্ষন করে ও বিভিন্ন খারাপ কাজ করে)।বুড়ির মা অনেক ভালো। সে অন্তসত্তা।সে চায় তার যাতে একটা ছেলে হয় কারণ মেয়েদের এই সমাজে অনেক বিপদের সম্মুখীন হতে হয়। বৃষ্টি শুরু হবে বলে বুড়ি তার হাসের ছানাগুলোকে খুঁজে ঘরে আনার জন্য নদীর ধারে গিয়েছিল। নদীর তীরে নৌকা নিয়ে যাচ্ছিল হারু ব্যপারী(হারু ব্যপারী ছিলো ধর্ষনকারী এবং খারাপ কাজে লিপ্ত ব্যক্তি)। হারু ব্যপারী বুড়িকে যেতে দেখে ডাক দেয় এবং বৃষ্টির অজুহাতে বুড়িকে তার নৌকায় তুলে নেয়।বুড়ি প্রথমে বুঝতে পারেনি কিন্তু পরক্ষণেই সে বুঝতে পেরেছে কি কারণে হারু কাকু(হারু বুড়ির বাবার বন্ধু বলে তাকে কাকু বলে সম্বোধন করে) তাকে নৌকায় নিয়েছে।
বুড়িকে নিয়ে কিছুদুর যাওয়ার পরই বুড়ি মারুফদের নৌকা দেখতে পায় এবং লাফ দিয়ে নদীতে পরে যায়।সাতার কেটে মারুফদের নৌকার কাছে আসতে থাকে।মারুফরা প্রথমে বুড়িদের দেখে ভেবেছিল একটি মেয়ে ও তার বাবা নৌকা দিয়ে ঘুরছে।কিন্তু যখন তাদের একটু সন্দেহ হয় তখনই বুড়ি তাদের নৌকার কাছে চলে আসায় তাদের নৌকার মাঝি জয়নাল বুড়িকে জিজ্ঞেস করেছে সে এখানে কি করছে।বুড়ি কিছু বলার আগেই হরি এসে মিথ্যা কাহিনী বলেছে।নীলতলি পৌঁছানোর পর মারুফ দেখে আগের মতো আর সেই হিজল গাছ, টিনের ঘর নেই....পুকুর আছে....কিন্তু তার মামারাও আগের মতো নেই।তারাও মারুফকে দেখে এতবেশি খুশি হয়নি।মারুফরা কয়েকদিন থাকে নীলতলিতে।তানিয়া ততদিনে বুড়ি সম্পর্কে সব জানতে পারে।মারুফের মা তার মামাদের চিঠিতে জানায় যে তার মা এই সম্পত্তিতে তার অধিকার চায়।তাই মারুফ আর তানিয়া যেদিন চলে যাবে সেদিন আলাল এবং দুলাল তাদেরকে মারার প্ল্যান করে। এই পরিকল্পনায় যুক্ত হয় হানিফ ও হারু।
হানিফ আর হারু জয়নালের সাহায্যে তানিয়া আর মারুফকে কিডন্যাপ করে।হানিফ আর হারু তানিয়াকে ধর্ষন করার কথা বলে এবং আলাল এর ফ্যাক্টরির গোপন ঘরে বন্দি করে।কিন্তু তখনই হানিফের কাছে খবর আসে তার স্ত্রী অনেক অসুস্থ। সে তার স্ত্রীর কাছে যায় এবং গিয়ে দেখে তার আরেকটি মেয়ে হয়েছে। তার মৃত্যুপথযাত্রী স্ত্রী তাকে সেদিনের বুড়ির সাথে হারু কি করতে চেয়েছিল সব বলে।হানিফ সব শুনে ফিরে এসে হারুকে খুন করে ফেলে।
তার ২ মাস পরে মারুফ আর তানিয়া বুড়িকে নিয়ে ঢাকায় চলে আসে।।।।।।
উপন্যাসটিতে মেয়েদের প্রতি অন্যায় এবং নিজ স্বার্থের জন্য মানুষ কত কি করতে পারে তা সুন্দর গল্পের মাধ্যমে দেওয়া আছে।
Review টিতে কোনো ভুল করে থাকলে ক্ষমাপ্রারথী।
nirbason sadat hossain bangla pdf Download
download link-
পরে সাময়িক সময় এর জন্য লিংক দেওয়া হবে।
এখন পর্যন্ত যে সকল বই সম্পূর্ণ আপলোড করা হয়েছে তার তালিকা দেখুন:(pdf link সহ)
পরে সাময়িক সময় এর জন্য লিংক দেওয়া হবে।
কপিরাইট এর কারণে লিংক দেওয়া যাচ্ছে না। অদুর ভবিষ্যতে কপিরাইট মুক্ত হলে বইটি পেতে আমাদের Facebook Page এ যুক্ত থাকুন।
![]() |
nirbason sadat hossain bangla pdf porageducation |
এখন পর্যন্ত যে সকল বই সম্পূর্ণ আপলোড করা হয়েছে তার তালিকা দেখুন:(pdf link সহ)
# প্যারাডক্সিক্যাল সাজিদ ২, প্যা-সাজিদ-১
# আমাজনিয়া
# রবিন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেন নি
আরও অনেক বই সম্পূর্ণ আপলোড করা হয়েছে যা এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয় নি। সেগুলো এই ওয়েবসাইটের পিডিএফ লিস্টে খুজলেই পাবেন।
বিঃদ্রঃ অবশ্যই বইটার একটা হার্ডকপি রকমারি অনলাইন বুক শপ অথবা নিকটস্থ লাইব্রেরি থেকে ক্রয় করুন।
সময় পাচ্ছি না,খুবই বিজি। শীঘ্রই যে বইগুলো আপলোড করা হবে-
andarmahal by sadat hossain pdf
সময় পাচ্ছি না,খুবই বিজি। শীঘ্রই যে বইগুলো আপলোড করা হবে-
megeder din sadat hossain pdf free download
manobjonom by sadat hossain pdf free download
arshinagar by sadat hossain pdf free download
andarmahal by sadat hossain pdf
megheder din pdf free download
jete chaile jeo sadat hossain pdf free download
janalar opare sadat hossain pdf free download
jete caile jeo sadat hossen pdf book
অর্ধবৃত্ত-Ordhobritto sadat hossen pdf
» মরণোত্তম- moronottom sadat hossen pdf
» তোমাকে দেখার অসুখ- tomake dekhar osukh sadat hossen pdf download
boi ta valo cilo..
ReplyDeletePuro boi to nei akhane...
ReplyDeleteAtate rokomari er koek page tule dilen. 😦
সামনের বছর বই গুলো ইনশাআল্লাহ আপলোড দেব।
Deleteনতুন বই তো,এখন আপলোড দিলে লেখকের ক্ষতি হতে পারে।
thanks for comment..
লেখক এর সার্থকতা তখনই হবে যখন ভাইয়া বইগুলা আমাদের হাতে এসে পৌঁছাবে। আর ভাইয়া আমাদের অনেকেরই অক্ষমতা থাকে বই কিনার। আর আপনি সেই বইগুলো যদি আপলোড করে দেন সেটা শুধু একজনের না দেশের হাজার হাজার মানুষের উপকার হয়। যদিও লেখক এর ক্ষতি হয় তানশিক
DeleteRight vai
Deleteবই ডাউনলোড হচ্ছে না তো
ReplyDeleteSadat Hossainer boigulo kobe upload korben bhaiya? Opekkhai roilam...
ReplyDeleteOnek dhonnobad.
এক বছর তো হয়ে গেছে। আগের বইমেলার বই এটা। এবছর বইমেলা শুরু হল বলে। এখন অন্তত পুরো বইটা শেয়ার করুন। সাদাত হোসেন ভাই এর লেখা অনেক ভালো লাগে। এ বইটার পিডিএফ পেলে খুব ভালো হবে। আশা করি এ বছর শেয়ার করবেন।
ReplyDeleteআপ্লোড করা হয়েছে। লিংক আবার চেক করেন,তাহলে ডাউনলোড করতে পারবেন।ধন্যবাদ
ReplyDeleteহুদাই কাজ কিরে না
Deleteমানবজনম আর অন্দরমহল আপলোড করলে অনেক উপকার হত।
ReplyDelete'মেঘেদের দিন' স্ক্যান করা কম্পিট। শীঘ্রই আপলোড করব। অথবা মেইলে নিতে পারেন।
ReplyDeleteThis comment has been removed by the author.
Delete[email protected]
DeleteKindly ei mail a send korun
Kindly megheder din Boi ta mail koiren bhaia. [email protected] ei address e
DeletePlease upload book quickly.i can't wait to read.
ReplyDeleteভাই সাদাত হোসাইনের অর্ধবৃত্ত বইটা প্লিজ দিয়েন। একটু তাড়াতাড়ি
ReplyDeleteসাদাত হোসাইন এর বই যে গুলা আপনার কাছে আছে সে গুলার downlad link দিন gmail এ
ReplyDeleteOrdhobritto boi ta kno pai na
ReplyDeleteAmi boi download korte chai Kinto korte pari na kno
Ektu help korbn
Vaia আরশিনগর বই এর লিঙ্ক টা দেন plzzz
ReplyDeleteBhaia book gula porar jonne ontosthol theke wait kortesi...Upload jodi nai den bhaia please ektu mail kore den.... [email protected]
ReplyDeleteDHonnobad Bhaiya.Allah Sadat bhai ke sustho rakhukk.
Please give the pdf of Nirbashon and ondormohol, email: [email protected]
ReplyDeleteযার লাগবে নিয়ে নিন- "নির্বাসন" বইটিডাউনলোড করুন
ReplyDelete