২০১৮ সালের মাঝামাঝি সময়। হঠাৎ মাথায় চিন্তা আসল,অনেকেরই তো নিজের ওয়েবসাইট আছে। আমার থাকলে কেমন হয়। যেমন চিন্তা তেমন কাজ।
শুরু হল দিন-রাত মাউসের ঠুকাঠুকি। বিভিন্ন সাইটে ঘাটাঘাটি আর প্রচুর গুগুলিং করে বুঝতে পারলাম আমার জন্য ব্লগ সাইটই সবচেয়ে আদর্শ। এভাবে শুরু হল নতুন একটা শখ পূরনের প্রচেষ্টা এবং পদচারণা ঘটল ওয়েবসাইট পরাগ এডুকেশন সোসাইটির।
সত্যি বলতে,জানা-অজানা অনেক ঘাটতি নিয়ে এভাবে টানা ৭দিন প্রচুর পরিশ্রম করে তারপর ক্ষান্ত হলাম।
একসময় এভাবে খুলে ফেললাম একটা ব্লগ সাইট। যাত্রা শুরু হলো ব্লগারে।
নতুন ব্লগার হিসেবে প্রথমে ধরা খাই সাইট ডিজাইন নিয়ে। একটা সাইটের উপকরণগুলো চেনার পর template edit করে বিভিন্ন কোড কপি-পেস্ট করতে করতে বারটা বেজে গেল।
আর,অন্যান্য সেটিংস ও seo এর কথা নাহয় নাই বললাম।
শখের বসে সাইটে সাম্প্রতিক কিছু ভালমানের pdf বই আপলোড শুরু করি। এতে সাইটে প্রচুর ভিজিটর আসতে শুরু করে যা আমাকে খুবই বিস্ময় হতে বাধ্য করে ও আশার সঞ্জার করে।
তারপরও নতুন ব্লগার হিসেবে কিছু ভুল থেকে যায়। যার কারণে ব্লগে নিয়মিত পোস্ট দিতে পারি নি।
যাই হোক, এত্ত এত্ত ভিজিটর আসতে শুরু করল,আসলে google traffic ছিল অবাক করার মত। আসলে ভিসিটরদের থেকে অনেক ভালবাসা পেয়েছি। feedback পেয়েছি প্রচুর। প্রায়সময় ভিসিটররা fb তে নক করেছে। এছাড়া উল্লেখ্য যে, ১০ min school থেকে সাদমান সাদিক ভাইয়াও সাাধুবাদ জানাল ও আমন্ত্রণ জানাল ভবিষ্যতে তাদের সাথে কাজ করার।
প্রায় ২লাখের মত ভিজিটর ছিল আমার সাইটে।
এরপর আমার মনে সম্ভাবনা উকি দিল। পূর্বের এ কষ্টার্জিত অভিজ্ঞতা ও অর্জন- এটাই ছিল আমার first step..
এখন,আবার পূর্ন প্রস্তুতি নিয়ে একজন আদর্শ ব্লগার হিসেবে আত্বপ্রকাশ করতে যাচ্ছি।
নতুন সাইট,নতুনভাবে শুরু করা!
আপনিও আমন্ত্রিত!!!
ওয়েলকাম টু পরাগ এডুকেশন সোসাইটি-
www.PoragEducation.com
Welcome to Porag Education Society
আলহামদুলিল্লাহ্, ১৭ অক্টোবরে ২০১৯ সাইট launch হওয়ার পর আড়াই মাসের মধ্যে প্রথম এপ্লাইতেই Google Adsense Approved পাই।
এ সাইটের বর্তমান মুল্য: https://www.siteworthtraffic.com/report/porageducation.com
আলহামদুলিল্লাহ।
শুরু হল দিন-রাত মাউসের ঠুকাঠুকি। বিভিন্ন সাইটে ঘাটাঘাটি আর প্রচুর গুগুলিং করে বুঝতে পারলাম আমার জন্য ব্লগ সাইটই সবচেয়ে আদর্শ। এভাবে শুরু হল নতুন একটা শখ পূরনের প্রচেষ্টা এবং পদচারণা ঘটল ওয়েবসাইট পরাগ এডুকেশন সোসাইটির।
সত্যি বলতে,জানা-অজানা অনেক ঘাটতি নিয়ে এভাবে টানা ৭দিন প্রচুর পরিশ্রম করে তারপর ক্ষান্ত হলাম।
একসময় এভাবে খুলে ফেললাম একটা ব্লগ সাইট। যাত্রা শুরু হলো ব্লগারে।
নতুন ব্লগার হিসেবে প্রথমে ধরা খাই সাইট ডিজাইন নিয়ে। একটা সাইটের উপকরণগুলো চেনার পর template edit করে বিভিন্ন কোড কপি-পেস্ট করতে করতে বারটা বেজে গেল।
আর,অন্যান্য সেটিংস ও seo এর কথা নাহয় নাই বললাম।
শখের বসে সাইটে সাম্প্রতিক কিছু ভালমানের pdf বই আপলোড শুরু করি। এতে সাইটে প্রচুর ভিজিটর আসতে শুরু করে যা আমাকে খুবই বিস্ময় হতে বাধ্য করে ও আশার সঞ্জার করে।
তারপরও নতুন ব্লগার হিসেবে কিছু ভুল থেকে যায়। যার কারণে ব্লগে নিয়মিত পোস্ট দিতে পারি নি।
যাই হোক, এত্ত এত্ত ভিজিটর আসতে শুরু করল,আসলে google traffic ছিল অবাক করার মত। আসলে ভিসিটরদের থেকে অনেক ভালবাসা পেয়েছি। feedback পেয়েছি প্রচুর। প্রায়সময় ভিসিটররা fb তে নক করেছে। এছাড়া উল্লেখ্য যে, ১০ min school থেকে সাদমান সাদিক ভাইয়াও সাাধুবাদ জানাল ও আমন্ত্রণ জানাল ভবিষ্যতে তাদের সাথে কাজ করার।
প্রায় ২লাখের মত ভিজিটর ছিল আমার সাইটে।
এরপর আমার মনে সম্ভাবনা উকি দিল। পূর্বের এ কষ্টার্জিত অভিজ্ঞতা ও অর্জন- এটাই ছিল আমার first step..
এখন,আবার পূর্ন প্রস্তুতি নিয়ে একজন আদর্শ ব্লগার হিসেবে আত্বপ্রকাশ করতে যাচ্ছি।
নতুন সাইট,নতুনভাবে শুরু করা!
আপনিও আমন্ত্রিত!!!
ওয়েলকাম টু পরাগ এডুকেশন সোসাইটি-
www.PoragEducation.com

আলহামদুলিল্লাহ্, ১৭ অক্টোবরে ২০১৯ সাইট launch হওয়ার পর আড়াই মাসের মধ্যে প্রথম এপ্লাইতেই Google Adsense Approved পাই।
এ সাইটের বর্তমান মুল্য: https://www.siteworthtraffic.com/report/porageducation.com
আলহামদুলিল্লাহ।
2 Comments
Best of luck brother..
Thanks vaiya,,,,
EmoticonEmoticon