mukto bataser khoje bangla pdf (মুক্ত বাতাসের খোঁজে পিডিএফ বুক)
বই: মুক্ত বাতাসের খোঁজেলেখক: লস্ট মডেস্টি
সম্পাদনা: আসিফ আদনান
শার'ঈ সম্পাদনা: শাইখ মুনিরুল ইসলাম ইবনু যাকির
রিভিউ:
বিংশ শতাব্দীতে এটাই একমাত্র বই যে বইতে কিশোর-কিশোরী-যুবক-যুবতিদের খুব সুন্দরভাবে তাদের ভুলগুলো ধরিয়ে দিয়ে, ভুল পথ থেকে সরে আসার সতর্কীকরণ জ্ঞাপন করা হয়েছে।
আমার কাছে ক্ষমতা থাকত তাহলে সবাইকে বইটি ফ্রি করে একেকটা কপি পৌছে দিতাম।
mukto bataser khoje বই নিয়ে ২০১৮ সালে আমি নিজেও একটা কবিতা প্রকাশ করি। →
[সত্য যতই অপ্রিয় ও অস্বস্তিকর হোক,প্রকাশ করতে হবেই।
থেকে যাওয়া থামিয়ে দেওয়ার অপ্রিয় সত্য নিয়ে কিছু ব্যথাযুক্ত লেখনি লিখেছেন Asraful Porag Shuvo (সাম্প্রতিক জনজীবন ফ্যাক্ট)]
Title: pixel fantasy
"যৌনায়িত জীবন
চারিদিকে অশ্লীল বিজ্ঞাপন আর ম্যাগাজিন ভরা পর্ণ
নীল বাতাসে বিশাক্ত চাহনি।
স্বপন দেখেছি,দুরবিনে চোখ রেখে খুজেছি
হায়নার দৃষ্টি,জাহাজ মাস্তুল তছনছ
নির্জন দুপুরের নিষ্ফল ক্রোধ
ইলেক্ট্রিক প্রিন্ট মিডিয়ার সায়েন্টিফিক ফ্যাক্ট
তবুও আমি
এই নিশিদ্ধ নগরীতে জেগে উঠা সুশীল সভ্যচারী
স্বচ্ছত্বহীন প্রকাশ্য এরোটিক চোরাবালি
স্বাধীন আকাশে আকাশ চোয়া দালান
মিশ্র অনুপ্রবেশ আর নষ্টা (তার) গর্জন
নির্জন দুপুরের নিষ্ফল ক্রোধ
ইলেক্ট্রিক প্রিন্ট মিডিয়ার সায়েন্টিফিক ফ্যাক্ট
এক আকাশ শ্রাবণের সংগে সখ্যতা,
আমরা নষ্ট হলাম
হারিয়ে গেলাম
ভুল স্রোতে
শুভ বুদ্ধির টেস্টেরনের বিসর্জন
এ কোন এরোর কম্বিনেশন
mukto bataser khoje bangla pdf download
তবুও আমি
এই নিশিদ্ধ নগরীতে জেগে উঠা সুশীল সভ্যচারী
শুন্য পুর্ণে বদলে যাওয়া পাগলা শহর
ভুল আবেগে আমি আজ অথৈ তুমিহীন
অতৃপ্ত শুন্য ভরাট তবু নিজ নিস্বাদে পরক্রিয়ায় জড়াজড়ি
আমার সক্ষমতা,আমার গম্ভীরতা
আমার আত্বনিয়োগ-মনোযোগ আমার প্রশান্তি
শেষের বিষন্ন কুড়ে এ কোণ স্মৃতি
নির্দোষ দোষী স্বার্থপরায়ণ আজ বিচারক-উকিল
তবুও আমি
এই নিশিদ্ধ নগরীতে জেগে উঠা সুশীল সভ্যচারী
এতটা পথ হেটে তবে কেন চটির এত ঘাটাঘাটি
দীর্ঘ্য নিঃশ্বাসের জীর্ণতা দীর্ঘ্য যাত্রার বিস্মৃতি
উচু-নিচু কত বাকে
অশ্লীল চাহনি নিশিদ্ধ বিনোদন
অবসাদতা,গ্লানির মাদকাসক্তি
(তবে কেন) কোকেইন,মারিজুয়ানার ছড়াছড়ি
তবুও এ শহরের মানুষগুলো কাদে
বুক ফাটা কান্না তবুও কেউ শোনার নেই যে
ধুমায়মান ইচ্ছের গুড়েবালি
শুধু একটুখানি মুক্ত বাতাসের খোজ"
mukto bataser khoje bangla pdf
download link: click here
বিঃদ্রঃ চেষ্টা করেবেন অবশ্যই বইটার একটা হার্ডকপি যেন অনলাইন বুক সপ বা নিকটস্থ লাইব্রেরি থেকে ক্রয় করার।
![]() |
mukto bataser khoje|মুক্ত বাতাসের খোঁজে pdf |
এখন পর্যন্ত যে সকল বই সম্পূর্ণ আপলোড করা হয়েছে তার তালিকা দেখুন:(pdf link সহ)
# আমাজনিয়া
# রবিন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেন নি
আরও অনেক বই সম্পূর্ণ আপলোড করা হয়েছে যা এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয় নি। সেগুলো এই ওয়েবসাইটের পিডিএফ লিস্টে খুজলেই পাবেন।
আরও অনেক বই সম্পূর্ণ আপলোড করা হয়েছে যা এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয় নি। সেগুলো এই ওয়েবসাইটের পিডিএফ লিস্টে খুজলেই পাবেন।
2 Comments
I love this book
Best inspired book
EmoticonEmoticon