'অনুপ্রেরণামূলক বই PDF Books (All) - মোটিভেশনাল বই PDF Books (বিশাল কালেকশন)আত্ম উন্নয়নমূলক বই PDF (All)

অন দ্য শর্টনেস অফ লাইফ PDF অনুবাদ বই || On The Shortness Of Life Bangla Pdf Download

On The Shortness Of Life by seneca Bangla Pdf

বইঃ অন দ্য শর্টনেস অফ লাইফ
লেখক: লুসিয়াস আন্নাইউস সেনেকা
অনুবাদঃ সাবিদিন ইব্রাহীম
প্রকাশনা: ঐতিহ্য
ক্যাটাগরিঃ দর্শন
স্ক্যান: বাংলাবুক.অর্গ
১ম প্রকাশ: ২০১৮
বইটার মূল ইংরেজি ভার্সন টা ভালো কিন্তু অনুবাদ বই টা খুবই বাজে হয়েছে.
 
বুক রিভিউ:
জীবনের সবচেয়ে বড় গোপন সূত্র হচ্ছে-
“মানুষ যদি সত্যিটা দেখতে চায়, তাহলে সেটা কেবল তার হৃদয় দিয়েই দেখা সম্ভব। আসলে যা আমাদের প্রয়োজনীয়, তা বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের অগোচরেই থেকে যায়।”
পৃথিবীতে সবচেয়ে মুল্যবান হচ্ছে সময়, অথচ সব ব্যাপারে কিপ্টে হলেও সময়ের ব্যাপারেই আমরা উদাসীন। হায়!
মৃত্যুকে আমরা সবাই ভয় পাই -এটা কারো অজানা নয়। কারণ মৃত্যু আমাদের জীবনের ইতি এনে দেয়।
কিন্তু তবুও জেনে নিন, জীবণ অনেক বড় যদি আমরা জীবণকে সেভাবে ব্যবহার করতে জানি।  সর্বোত্তম উপায় হচ্ছে- বর্তমানকে সঠিকভাবে ব্যবহার করতে শেখা,যার মাধ্যমে জীবণকে বড় করা যায়।
বইটি পড়ে আপনি জানতে পারবেন-
• জীবণ এত ছোট কেন তার কারণসমুহ
• জীবণকে দীর্ঘজীবী করে তোলার উপায়
• জীবনের অর্থ খুজতে কিভাবে বাচতে হয়
লেখক যে বলেছেন জীবণ ছোট নয়- কি তার কারণ,- সেটা অনুসন্ধানের জন্য হলেও বইটি পড়তে আপনি বাধ্য।
লুসিয়াস সেনেকার লেখা “দ্য ব্রেভিতাতে ভিতায়ে” -ল্যাটিন ভাষায় রচিত একটি  বই। বইটি বহু ভাষায়  রচিত হয়েছে।  ইংরেজিতে অনুবাদ হয়ে নামকরণ করা হয়েছে “on the shortness of life bangla pdf” যার বাংলায় অনুবাদ করলে দাঁড়ায় ”জীবণ এত ছোট কেন?”।  এটি রোমান লেখক লুসিয়াস  সেনেকার এমন একটা সেরা বই,যা নিঃসন্দেহে অতুলনীয়।|
রোমান দার্শনিকের এই বইটা আমার ফেভারিট বুক লিস্টের অন্যতম সেরা পছন্দের একটি বই।

অনেক সময় আমরা বাস্তবতা উপলব্ধি করি না। আমাদের যেন মনে হয় যে,আমরা অমর, আমাদের মৃত্যু আসবে না।

লেখক সম্পর্কেঃ

জন্ম তারিখঃ খ্রিষ্ট পূর্ব ৫ সাল
জন্মস্থানঃ স্পেনের কর্ডোভাত
শিক্ষাঃ আইন ও তর্কশাস্ত্র
শিক্ষাস্থলঃ স্পেন
উল্লেখযোগ্যঃ রোমান সম্রাট নীরুর গৃহশিক্ষক, উপদেষ্টা
মৃত্যুঃ ৬৫ খ্রিষ্টাব্দে পিসোনিয়ান ষড়যন্ত্রের শীকার হয়ে( তারই ছাত্র সম্রাট নীরুর হাতে)
তার এ De Breviyate Vitae বইটি ৪৯ খ্রিষ্টাব্দে ”পলিনাস” নামে একজন রোমান কর্মচারিকে লক্ষ করে লিখেছিলেন।
সেনেগার নাটকগুলোর মধ্যে বেশিরভাগ নাটকই ট্রাজেডি। তার বিখ্যাত নাটকগুলো হচ্ছে- দা মেডনেস অফ হারকিইউলিস, দ্যা ট্রোজান ওইম্যান, আগামেমনন, মিদিয়া, ঈদিপাস ইত্যাদি।
এছাড়াও তিনি অনেক গদ্য লিখতেন যা চিঠি ও  প্রবন্ধ আকারে ছিল। তার এসব লেখেনি গুলোতে ফুটে উঠে জীবনকে গভীর ভাবে উপলব্ধি করার সব শৈল্পের নৈপুণ্যতা।


অন দ্য শর্টনেস অফ লাইফ bangla translated Pdf ডাউনলোড লিংকঃ
link

On The Shortness Of Life Bangla pdf

 

3 Comments

  1. এ বইটি পিডিএফ করার ক্ষেত্রে আমার কিংবা প্রকাশকের অনুমতি নেয়া হয়নি। এটা কপিরাইট আইনের সুস্পষ্ট লঙ্ঘন। দ্রুততম সময়ের মধ্যে আপনাদের সকল প্লাটফর্ম থেকে এ বইটি তুলে নেয়ার আহ্বান জানাচ্ছি। অন্যথায় আইনী পদক্ষেপ গ্রহণে বাধ্য হবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!