বইয়ের নাম: মহাপ্রলয়
মুল লেখক: ড. মুহাম্মদ আব্দুর রহমান আরিফী
অনুবাদ: উমাইর লুৎফুর রহমান
ফাইল ফরম্যাট: Pdf (পিডিএফ)
ডাউনলোড file সাইজ: ৬.২৯ এম্বি
মহাপ্রলয় বইটি হচ্ছে কুরআন হাদিসের আলোকে কেয়ামতের ছোট বড় নিদর্শন সম্বলিত প্রথম সচিত্র গ্রন্থ।
অনুবাদ: উমাইর লুৎফুর রহমান
ফাইল ফরম্যাট: Pdf (পিডিএফ)
ডাউনলোড file সাইজ: ৬.২৯ এম্বি
মহাপ্রলয় বইটি হচ্ছে কুরআন হাদিসের আলোকে কেয়ামতের ছোট বড় নিদর্শন সম্বলিত প্রথম সচিত্র গ্রন্থ।
বইটি
সবচেয়ে ভাল লেগেছে এ কারণে যে, বইটির প্রতিটি পৃষ্টায়, প্রত্যেক
গুরুত্বপূর্ণ টপিকের উদাহরণস্বরুপ- যেসকল জায়গায় দাজ্জালের আগমন ঘটবে তা
চিত্রসহ দেখানো হয়েছে।
বইটি নিয়ে আমি প্রথম জানতে পারি, আমার খালাত ভাই শিশির মজুমদারের কাছ থেকে। তাকে ধন্যবাদ এমন একটি ভাল বই এর সন্ধান দেওয়ার জন্য।
বইটি নিয়ে আমি প্রথম জানতে পারি, আমার খালাত ভাই শিশির মজুমদারের কাছ থেকে। তাকে ধন্যবাদ এমন একটি ভাল বই এর সন্ধান দেওয়ার জন্য।
মহাপ্রলয় আবদুর রহমান আরিফী বই রিভিউঃ
বইটিতে কেয়ামতের ১৩১ টি ক্ষুদ্রতম নিদর্শন দেওয়া হয়েছে যা দুই ভাগে ভাগ করা হয়েছে। যার মধ্যে ৮৪টি নিদর্শন ১ম ভাগে আলোচনা করা হয়েছে।
আর, বৃহত্তম ১০ নিদর্শন নিয়ে সচিত্র আলোচনা হয়েছে। প্রতিটি বিষয়ে খুঁটিনাটিসহ খুব সুন্দর বর্ণনা দিয়েছেন।
ওভারঅল বলতে গেলে বইটি অসাধারণ। তো আর দেরি কিসের, হাই রেজুলেশন এর বইটি পড়ে আপনার মন্তব্য জানান। ভাল না লাগলে অন্তত বকাঝকা দিয়ে হলেও কমেন্ট করেন।
আর, বৃহত্তম ১০ নিদর্শন নিয়ে সচিত্র আলোচনা হয়েছে। প্রতিটি বিষয়ে খুঁটিনাটিসহ খুব সুন্দর বর্ণনা দিয়েছেন।
ওভারঅল বলতে গেলে বইটি অসাধারণ। তো আর দেরি কিসের, হাই রেজুলেশন এর বইটি পড়ে আপনার মন্তব্য জানান। ভাল না লাগলে অন্তত বকাঝকা দিয়ে হলেও কমেন্ট করেন।
সবাইকে রিকোয়েস্ট করব- বইটি Pdf এর পাশাপাশি কিনুন, অনেক ভাল একটি বই।
দাজ্জাল সম্পর্কে ও কেয়ামতের আলামত নিয়ে আরও জানতে নিচের লিংকের বইগুলো পড়তে পারেন- Link
EmoticonEmoticon