একাডেমিক বই ডাউনলোড - Academic Book Pdf

যুক্তিবিদ্যা ১ম পত্র গাইড বই Pdf Download 2022-23

hsc একাদশ শ্রেণী যুক্তিবিদ্যা ১ম পত্র গাইড বই Pdf Download link:

 বিষয়: যুক্তিবিদ্যা ১ম পত্র গাইড বই (পিডিএফ ডাউনলোড)

  শ্রেণী: একাদশ শ্রেণী

ধরণ: উচ্চ মাধ্যমিক ১১-১২ শ্রেণী

ক্যাটাগরি: hsc guide pdf download

যুক্তিবিদ্যা ১ম পত্র গাইড বই Pdf Download 2021

যা যা জানতে পারবেন:

  • যুক্তিবিদ্যায় পদের স্থান বা গুরুত্ব
  • ভাষার স্বরূপ বা প্রকৃতি
  • ভাষার ব্যবহার বা কাজ
  • ভাষার বিভিন্ন ব্যবহার বা কাজ
  • ভাষার তিনটি মৌলিক কাজ
  • ভাষার অস্পষ্টতা বা নানার্থ
  • অ-আকারগত যুক্তিদোষ বা অনুপপত্তি
  • যুক্তিদোষ বা অনুপপত্তির সংজ্ঞা
  • যুক্তিদোষ বা অনুপপত্তির শ্রেণিবিভাগ
  • অ-আকারগত অনুপপত্তি বা যুক্তিদোষ
  • প্রাসঙ্গিকতার যুক্তিদোষ বা অনুপপত্তি
  • দ্ব্যর্থক যুক্তিদোষ বা অনুপপত্তি
  • পদ, পদের অর্থ
  • পদের ব্যবহারিক অর্থ ও সংজ্ঞা
  • পদ ও শব্দ:
  • সব পদই শব্দ, কিন্তু সব শব্দ পদ নয়
  • শব্দের শ্রেণিবিভাগ
  • পদ ও শব্দের পার্থক্য
  • পদের ব্যক্ত্যর্থ ও জাত্যর্থ
  • ব্যক্ত্যর্থ ও জাত্যর্থের সংজ্ঞা
  • জাত্যর্থের বিভিন্ন অর্থ
  • সহানুমানের সত্যতা নির্ণয়ে অ্যারিস্টটলের সূত্র
  • ল্যামবার্টের সূত্র
  • মিশ্র সহানুমান
  • প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমানের সংজ্ঞা ও প্রকৃতি
  • প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমানের নিয়মাবলি
  • প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমানের শ্রেণিবিভাগ
  • যুক্তিদোষ বা অনুপপত্তি
  • বৈকল্পিক-নিরপেক্ষ সহানুমানের সংজ্ঞা ও প্রকৃতি
  • দ্বিকল্প সহানুমানের সংজ্ঞা ও প্রকৃতি
  • দ্বিকল্প সহানুমানের প্রকারভেদ
  • সরল গঠনমূলক দ্বিকল্প সহানুমান
  • সরল ধ্বংসমূলক দ্বিকল্প সহানুমান
  • জটিল গঠনমূলক দ্বিকল্প সহানুমান
  • জটিল ধ্বংসমূলক দ্বিকল্প সহানুমান
  • দ্বিকল্প খণ্ডন
  • রাহ অনুমান
  • আরােহ অনুমানের আবির্ভাব
  • অবরােহ থেকে আরােহে উত্তরণ
  • আরােহের সমস্যা
  • আরােহের সংজ্ঞা ও উদাহরণ
  • বিভিন্ন যুক্তিবিদ প্রদত্ত আরােহের সংজ্ঞা
  • আরােহের প্রকৃতি ও বৈশিষ্ট্য
  • আরােহ অনুমানের পদ্ধতি ও তার স্তরগুলাে
  • আরােহের বিভিন্ন স্তরের গুরুত্ব
  • আরােহ অনুমানের শর্ত
  • আরােহের প্রয়ােজনীয়তা বা উপযােগিতা
  • আরােহের প্রকারভেদ
  • প্রকৃত আরােহের প্রকারভেদ
  • অপ্রকৃত আরােহের প্রকারভেদ 

সহ আরও অনেক বিষয় জানতে পারবেন।

উচ্চ মাধ্যমিক/এইচএসসি যুক্তিবিদ্যা ১ম পত্র গাইড/নোট ২০২১ pdf | একাদশ -দ্বাদশ শ্রেণীর যুক্তিবিদ্যা ১ম পত্র গাইড pdf Download

প্রসঙ্গক্রমে এখানে শিক্ষার্থদের জ্ঞাতার্থে একটি কথা বলে রাখতে চাই যে, বর্তমানে যে পদ্ধতিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পরীক্ষার প্রশ্ন তৈরি করা হয়, তাতে একজন পরীক্ষার্থী যদি সংশ্লিষ্ট বিষয়াবলির প্রতিটি অধ্যায়ের প্রতিটি অংশ মনােযােগসহকারে না পড়ে পরীক্ষায় অংশগ্রহণ কোরতে যায়, তাহলে তার পক্ষে পরীক্ষায় ভালাে ফলাফল লাভ করা সম্ভব নাও হতে পারে। কারণ বর্তমান পরীক্ষা পদ্ধতিতে সম্পূর্ণ পাঠ্যসূচি থেকে প্রশ্ন সংযােজন করা হয়ে থাকে। তাই এ নতুন সৃজনশীল পদ্ধতির পরীক্ষায় ভালাে ফলাফল করার জন্য নিয়মিত ক্লাস করা এবং শিক্ষকদের উপদেশ অনুযায়ী নিয়মিত মনােযােগসহকারে পড়াশােনা করার কোনাে বিকল্প নেই।

উচ্চ মাধ্যমিক/এইচএসসি যুক্তিবিদ্যা ১ম পত্র গাইড/নোট ২০২১ pdf | একাদশ -দ্বাদশ শ্রেণীর যুক্তিবিদ্যা ১ম পত্র গাইড pdf Download

‘সাধারণ যুক্তিবিদ্যা’ বইটি রচনাকালে বিষয়টিকে শিক্ষার্থীদের কাছে সহজ- সরলভাবে বােধগম্যকরণ ও পরীক্ষায় অনুশীলনের সুবিধার প্রতি বেশি প্রাধান্য দেয়া হয়েছে। সে লক্ষ্যে আমার রচিত পূর্ববর্তী বইগুলাের মতাে এ বইটি রচনাকালেও যথাসম্ভব সহজ-সরল ও বােধগম্য ভাষায় বইটি রচনা করার চেষ্টা করা হয়েছে। আশা করি শিক্ষার্থীরা বইটিতে ভাষার সারল্য এবং বিষয় বিন্যাস ও বিশ্লেষণে নতুনত্বের স্বাদ পাবে, যা তাদেরকে বিষয়াবলি বুঝতে ও পরীক্ষায় অনুশীলনে সাহায্য কোরবে এবং যুক্তিবিদ্যার জ্ঞানপিপাসু পাঠক-পাঠিকাগণও তাঁদের যুক্তিবিদ্যাবিষয়ক জ্ঞান-পিপাসা নিবারণে সক্ষম হবেন।

এ সাধারণ যুক্তিবিদ্যা’ বইটি প্রকাশকালে শ্রদ্ধাভরে স্মরণ করছি ঢাকা কলেজে অধ্যয়নকালে আমার যুক্তিবিদ্যার শিক্ষক এম.এ. মান্নান স্যার, ঢাকা বিশ্ববিদ্যালয়ে দর্শন বিষয়ে অধ্যয়নকালে আমার পরম শ্রদ্ধেয় শিক্ষক, যুক্তিবিদ্যার প্রথিতযশা লেখক, ঢাকা বিশ্ববিদ্যালয় দর্শন বিভাগের সাবেক চেয়ারম্যান, সর্বজন শ্রদ্ধেয় শিক্ষাবিদ অধ্যাপক সাইয়েদ আব্দুল হাই স্যারকে। শিক্ষকতায় ও বিভিন্ন গ্রন্থ রচনায় আমার যেটুকু সফলতা ও সততা, শিক্ষার্থীদের প্রতি ভালােবাসা এবং আমার ব্যক্তিগত জীবনে যৌক্তিকতা ও নৈতিকতার ছিটেফোঁটা যা কিছু আছে, তার সবই হাই স্যারের প্রভাব, তাঁর দোয়া এবং উৎসাহ ও অনুপ্রেরণার ফসল। এর সাথে সাথে আমি আরেকজন মহৎ ও মহান ব্যক্তির স্মরণ কোরতে চাই, তিনি হচ্ছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন দার্শনিক, ইসলামি চিন্তাবিদ ও জাতীয় অধ্যাপক শ্রদ্ধেয় দেওয়ান মােহাম্মদ আজরফ, যাঁর অধীনে আমার যুক্তিবিদ্যায় শিক্ষকতায় হাতেখড়ি। মূলত আজরফ স্যার ও হাই স্যারের উৎসাহ-অনুপ্রেরণাতেই আমি পেশা হিসেবে শিক্ষকতাকে বেছে নেই এবং লেখার কাজে সাহসী হই। নইলে হয়তাে এর কোনােটিই হতাম না। আমি আমার সাধারণ যুক্তিবিদ্যা’ বইটি প্রকাশকালে এ দুই মহান ব্যক্তিকে শ্রদ্ধাভরে স্মরণ কোরছি এবং মহান আল্লাহ্ রাব্বল আলামিনের দরবারে তাদের আত্মার মাগফেরাত কামনা কোরছি।

সাথে সাথে আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি দেশের বিভিন্ন কলেজের যুক্তিবিদ্যার গুণী শিক্ষকমণ্ডলীকে, যারা বিভিন্ন পরামর্শ ও প্রয়ােজনীয় বইপত্র সরবরাহ কোরে, সাহস ও প্রেরণা দিয়ে বইটি রচনায় আমাকে আন্তরিকভাবে সাহায্য-সহযােগিতা.

যুক্তিবিদ্যা ১ম পত্র গাইড ডাউনলোড করতে কোনো প্রবলেম হলে কমেন্ট করে জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!