ইসলামিক বই pdf (বিশাল কালেকশন) - islami boi pdf free

(৫০+টি) রমজান বিষয়ক বই Pdf Download – রোজার নিয়ত ও ইফতারের দোয়া বাংলা উচ্চারণ সহীহ

বহমান সময় খুব দ্রুত চলে যাচ্ছে। আর তাই রমজান বিষয়ক বই Pdf Download লিংকের কালেকশন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। রোজা ভঙ্গের কারণ ও রোজা ভঙ্গের কাফফারা সহ নানা বিষয় জানতে  এসব ইসলামিক বই আপনার উপকারে আসবে ইনশা আল্লাহ। এছাড়া, আরও অনেক বিষয় যেমন নফল রোজার নিয়ত ও ইফতারের দোয়া সহ ইত্যাদিও জানতে পারবে।

 

ওহে আত্মভােলা মানুষ! দুনিয়ার ব্যস্ততায় তােমার জীবনের গাড়ী পাথেয়শূন্য অবস্থায় এগিয়ে চলেছে তীব্র গতিতে প্রতি সেকেণ্ডে ৩ লক্ষ কিলােমিটার বেগে । ভেবেছ একটু পরেই পাথেয় ভরব । কিন্তু বিরতির সিগন্যাল যে তােমার সামনে দাঁড়িয়ে আছে । যেমনি ওটা জ্বলে উঠবে , তেমনি থেমে যাবে তােমার জীবনের গাড়ী ।

 

আর পাথেয় ভরার সুযােগ তুমি পাবেনা । তাই ভাগ্যক্রমে যদি রামাযানের স্টেশন পেয়ে যাও , তবে সেখান থেকে ভরে নাও তােমার বগি । হতে পারে এটাই তােমার জীবনের শেষ স্টপেজ । একবার ভেবে দেখ , গতবার যারা তােমার সাথে ছিয়াম রেখেছে , তারাবীহ্র জামা’আতে যােগ দিয়েছে , তােমার সাথে ইফতার করেছে , একসাথে ঈদের জামা’আতে যােগদান করেছে , এ বছর তারা কি আছে ? তারা ইতিমধ্যে তাদের জীবনের শেষ স্টপেজে পৌঁছে । বিদায় হয়ে গেছে ।

ফিরে গেছে সেখানে , যেখান থেকে তারা মায়ের গর্ভে এসেছিল । বহু আকাঙ্খছিল বড় ধরনের সঞ্চয় সাথে নেবার । কিন্তু দুনিয়াবী ব্যস্ততায় সুযােগ হয়নি । আজ কাল করতে করতে হঠাৎ চোখের আলােনিভে গেছে । জীবনের স্পন্দন থেমে গেছে । কারু কাছ থেকে বিদায় নেবারও সময় পায়নি । এটা কি তােমার হ’তে পারেনা ?

Book1- রমজানের প্রস্তুতি pdf

রমজান বিষয়ক বই Pdf Download

 

ইতিকাফ কিভাবে করবেন pdf

 

একই দিনে রোজা ও ঈদ pdf

 

Click Here To Download    

 

 

সিয়াম বা রোজা, রামাদান ও কুরআন নিয়ে কিছু কথা:
নাহমাদুহু ওয়া সাল্লী আলা রাসূলিহীল কারীম। আম্মা বাদ, প্রভাত (সুবহে সাদেক) থেকে সূর্যাস্ত (মাগরিব) পর্যন্ত আল্লাহর এবাদত ও সন্তুষ্টির উদ্দেশ্যে পানাহার, দাম্পত্য মিলন ইত্যাদি সকল সিয়াম বা রােযা ভঙ্গকারী কর্ম থেকে বিরত থাকা হল সিয়াম বা রােযা। আত্মার পরিশুদ্ধি, আধ্যাত্মিক উন্নতি, মানবিক মমতাবােধের বিকাশ, তাকওয়া ও সততা অর্জনের জন্য সকল যুগের সকল বিশ্বাসী মানুষের অন্যতম প্রধান অবলম্বন হলাে সিয়াম। 
 

 

কিতাবুস সাওম pdf

Click Here To Download    

 

 

রমযানের সিয়াম ফরয ও ইসলামের রুকন। এছাড়া যথাসম্ভব বেশি অতিরিক্ত বা নফল সিয়াম পালনে উৎসাহ দেওয়া হয়েছে। ফরয ও নফল সিয়ামের ফযীলতে
রাসূলুল্লাহ বলেন, আল্লাহ বলেন:
گل عمل ابن آدم له إلا الصيام فإنه لي وأنا أجزي به والصيام نه وإذا
كان يوم صوم أحلم لا يرفث ولا يصخب فإن سابه أحد أو قاتله فليقل
إني امرو صائم والذي نفس محمد بيدو خلوف فم الصائم أطيب عند الله من
السن للصائم فزاني يفرحهما إذا أفطر فرح وإذا لقي ربه فرح بؤيه
“আদম সন্তানের সকল কর্ম তার জন্য। একমাত্র ব্যতিক্রম হলাে সিয়াম, তা শুধু আমারই জন্য এবং আমিই তার প্রতিদান দিব।

 

 

 

কুরআন হাদীস ও হানাফী ফেকহার দৃষ্টিতে রমজান ও ঈদের চাদঁ pdf

 

 

 
সিয়াম হলাে ঢাল । তােমাদের কেউ যে দিনে সিয়াম পালন করবে সেই দিনে সে অশ্লীল বা বাজে কথা বলবে না ও চিল্লাচিল্লি, হৈচৈ বা ঝগড়াঝাটি করবে না। যদি কেউ তাকে গালি দেয় অথবা তার সাথে মারামারি করে তবে সে যেন বলে, আমি সিয়ামরত, আমি সিয়ামরত। মুহাম্মাদের জীবন যার হাতে তার শপথ, সিয়ামরত ব্যক্তির মুখের ক্ষুধা-জনিত গন্ধ আল্লাহর নিকট মেশকের সুগন্ধির চেয়েও প্রিয়।

 

কুরআন মজীদ ও সহীহ হাদিসের আলোকে রমজান  pdf

সিয়াম পালনকারীর জন্য দুইটি আনন্দ রয়েছে যখন সে আনন্দিত হয়: 
  • (১) যখন সে ইফতার করে তখন সে তার ইফতারীর জন্য আনন্দিত হয় এবং
  •  (২) যখন সে তার প্রতিপালকের সাথে সাক্ষাত করবে তখন সে তার  সিয়ামের জন্য আনন্দিত হবে।”

খোশ আমদেদ মাহে রমজান pdf

 

 

তিনি আরাে বলেন:
الصيام لجنة من النار گجة أخيركم من القتال وصيام كس تاثة أيام من كل شهر

“যুদ্ধে তােমাদের যেমন ঢাল থাকে, তেমনি জাহান্নামের আগুন থেকে ঢাল হলাে সিয়াম। আর প্রতি মাসে তিন দিন সিয়াম পালন করা ভাল।”

প্রতি মাসে তিন দিন সিয়াম ছাড়াও যথাসম্ভব বেশি বেশি নফল সিয়াম পালনে উৎসাহ দিয়েছেন রাসুলুল্লাহ।

 

চন্দ্র মাস সম্পর্কে pdf

চাঁদ দেখে রোজা ঈদ pdf

চাঁদের মাস’আলা pdf

 

চিকিৎসা বিজ্ঞানীর দৃষ্টিতে রোজা বই pdf

 

পবিত্র রমজান গুনাহ মাফের মাস pdf

 

বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের সাওম pdf

 

Click Here To Download

মাহে রমজান তাকওয়ার পিরামিড বই pdf

রমজানের বই pdf free Download  |রমজান বিষয়ক বই pdf|রোজার বই pdf |মাসায়েলে রমজান pdf

 রমজান ও পরবর্তী সময়ে করনীয় বই pdf

রমজান কিভাবে কাঠাবেন pdf বই

রমজান মাস pdf

 কোরআন শরীফের উপহার বই pdf

রমজান স্বাগতম বই pdf

 রমজানের ফজিলত বই pdf

রমজান মাসের একজন মুমিনের দায়িত্ব ও কর্তব্য pdf

রমজান মাসের ঐতিহাসিক ঘটনাবলী ও কিছু শিক্ষা বই pdf

 

রমজানের ত্রিশ দিনের শিক্ষা বই pdf 

 

 

রমজানের দায়িত্ব ও কর্তব্য pdf

রমজানের ফজিলত pdf

রমজানের ফরিয়াদ বই pdf

Click Here To Download  

 রোজার বই pdf – রমজানের সাধনা বই pdf 

রমজানের প্রস্তুতি ও পরিকল্পনা pdf

 Click Here To Download

রমজানের শিক্ষা ও মুমিন জীবন pdf

রাসুল (সাঃ) যেভাবে রমজান যাপন করেছেন pdf বই

রোজার দর্শন ও বিধান বই pdf

রোজার ফজিলত ও বরকত বই pdf Download

রোজার মাসআলা-মাসায়েল বই pdf

 

শাবান ও রমযান,ঈদ কিছু প্রশ্নের উত্তর বই pdf

সিয়াম ও রমজান pdf – ইফতারের দোয়া সহীহ

 

 

 

সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহরই জন্য । আল্লাহরই কাছে সাহায্য , ক্ষমা ও হেদায়াত কামনা করছি । আমাদের সর্বপ্রকার ক্ষতি ও মন্দ কাজ হতে আল্লাহর দরবারে আশ্রয় প্রার্থনা করছি । আল্লাহ যাকে হেদায়াত দেন তাকে কেউ বিপথগামী করতে পারে না , আর যাকে তিনি বিপথগামী করেন তাকে কেউ হেদায়াত করতে পারে না ।

আমি সাক্ষ্য দিচ্ছি যে , আল্লাহ ছাড়া আর কোনাে সত্য ইলাহ ( মা’বুদ নেই এবং ( কোনাে ক্ষেত্রেই ) তাঁর কোনাে শরিকও নেই । আরাে সাক্ষ্য দিচ্ছি যে , মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দাহ ও রাসূল ।

অতপর আল্লাহ রাব্বল আলামীন তাঁর বান্দার উপকারের জন্য ভাল কাজের একটি মওসুম উপহার দিয়েছেন । এ মওসুমে ভাল কাজের সওয়াব বেড়ে যায় ও মন্দ কাজ কমে যায় এবং বান্দার মান – মর্যাদা বৃদ্ধি পায় । মুমিনদের হৃদয় – মন আল্লাহর দিকে আবিষ্ট হয় । আল্লাহর ফরকৃত ইবাদাতসমূহের মধ্যে রমযান মাসে রােযা পালন করা একটি অন্যতম ইবাদাত । (Pdf download)

 

 

সিয়াম ও রমজান শিক্ষা তাৎপর্য pdf

সিয়াম সাধনা বই pdf

সিয়াম দর্শন pdf বই – রোজার নিয়ত ও ইফতারের দোয়া pdf

আল্লাহ তাআলা বলেনঃ “ তােমাদের উপর ( রমান মাসে ) সওম ফরয করা হয়েছে যেমনভাবে তােমাদের পূর্ববর্তীদের উপর তা ফরয করা হয়েছিল । আশা করা যায় যে , তােমরা তাকওয়া অর্জন করতে পারবে । ” -সূরা আল বাকারা ঃ ১৮৩

রােযা যেহেতু বিশাল গুরুত্বপূর্ণ ইবাদাত , সেহেতু রােযার সাথে সংশ্লিষ্ট হুকুম আহকামসমূহ জেনে নেয়া আবশ্যক । মুসলমানদের উচিত ফরয , ওয়াজিবসমূহকে জানা ও পালন করা , হারামসমূহকে বর্জন করা আর যেগুলাে মুবাহ ( জায়েয ) সেগুলাে থেকে নিজেকে বিরত রেখে মনকে সংকোচিত না করা ।

 

সুবিহে সাদিক ও ফজরের সময় কখন শুরু বিস্তারিত বই pdf

হাদীস ও আছারের আলোকে রমজান ফাজাইল ও মাসাইল pdf

ইফতার ও সেহরীর স্থায়ী সময়সূচী ২০২১ pdf download

Download

 

 

উপরোক্ত বইগুলো পড়ে আরও জানতে পারবেন কি কি কারণে রোজা ভেঙে যায় , কাযা রোজার নিয়ত, নফল রোজার নিয়ত বাংলা উচ্চারণ, নফল রোজার সেহরির শেষ সময়, চিরস্থায়ী সেহরির সময়, আজকের সেহরির শেষ সময় কলকাতা ঢাকা কক্সবাজার কুমিল্লা চট্টগ্রাম টাঙ্গাইল , মানত রোজার নিয়ত, নফল রোজার নিয়ত আরবি, নফল রোজার নিয়ত দোয়া ইত্যাদি ধর্মীয় বিষয়গুলো আত্বস্থ করতে পারবেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!