কমলাকান্তের দপ্তর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় pdf download -
বইয়ের নামঃ কমলাকান্তের দপ্তর
লেখকের নাম: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
১ম প্রকাশঃ ১৮৭৫ সাল
প্রকাশনী: অবসর প্রকাশন
file সাইজ- ০১ এমবি
ভাষাঃ বাংলা (Bangla/Bengali)
পাতা সংখ্যাঃ ৮৭ টি
ক্যাটাগরি/বইয়ের ধরণঃ প্রবন্ধ
ফাইল ফরম্যাট: Pdf free Download(পিডিএফ ডাউনলোড)
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রসাত্মক ও ব্যঙ্গধর্মী রচনার সংকলন ‘কমলাকান্তের দপ্তর’।
অাফিমে বুদ হয়ে থাকা এক ব্যক্তি, কিছুটা রগচটাও বটে। নাম তাঁর কমলাকান্ত। লোকে যাকে পাগল বলিয়া চিনিত। কখন কি বলিতো, কি করিতো তার ঠিক ছিলো না। লেখাপড়া কিছু জানিতো বটে কিন্তু সে লেখাপড়ায় অর্থোপার্জন হইল না। অন্যদিকে কোন মতে সার্টিফিকেট বাহির করিয়া বিদ্যান বনে যাওয়া মানুষেরা সমাজের পতি হইয়া উঠেতেছে। কিন্তু কমলাকান্তের মতো হাজার পুস্তক পাঠ করা মানুষ সমাজের চোখে গন্ডমুর্খ রয়ে গেল। কমলাকান্ত সেই সমাজকে প্রশ্ন করেছেন। তাঁর সেই হাজার প্রশ্ন আর ভাবনার সংকলন কমলাকান্তের দপ্তর।
গ্রন্থটিতে যে কয়টি প্রবন্ধ আছে, তার মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য রচনা ‘বিড়াল’।
সাম্যবাদবিমুখ, ইংরেজশাসিত ভারতবর্ষের একজন সরকারী কর্মকর্তা হয়েও, বঙ্কিমচন্দ্র একটা বিড়ালের মুখ দিয়ে শোষক-শোষিত,ধনী-দরিদ্র, সাধু-চোরের অধিকারবিষয়ক সংগ্রামের কথা কী শ্লেষাত্মক, যুক্তিনিষ্ঠ ও সাবলীল ভাষায় উপস্থাপন করেছেন তা এ প্রবন্ধ পাঠ করে বোঝা যায়।
Komolakanter Doptor : Bankimchandra Chattopadhyay PDf Download link: Click here(use vpn)
0 Comments: