Ramadan Planner Book pdf - রামাদ্বান মানে অসম্ভব ভালো এক অতিথি! রামাদ্বান প্লানার বই PDF Download-
মনে করুন, আপনার বাসায় অনেক দূর থেকে একজন অতিথি এলেন। দীর্ঘদিন ধরে আপনি তাকে দেখেননি। আপনি তাকে সাদরে গ্রহণ করলেন, আপ্যায়ন করলেন, থাকতে দিলেন। অতিথি কয়েকদিন থেকে চলে যাবার সময় একটি অদ্ভুত কাজ করলেন। আপনার ঘরের ময়লা-আবর্জনা তিনি পরিস্কার করলেন, ঘরের যেসব ভাঙ্গা অংশ ছিলো, আসবাবপত্র ছিলো, সেগুলো মেরামত করলেন। অতিথি চলে যাবার পর ঘরের অবস্থা ঠিক সেরকম হয়ে গেলো, যেরকম ছিলো ঘরটি প্রথম বানানোর পর। অর্থাৎ, অতিথির বদৌলতে আপনার ঘরটি একটি নতুন ঘরে রূপ নিলো। এখন সেই অতিথির প্রতি আপনার কৃতজ্ঞতা কেমন থাকবে? সেটা কি ভাষায় প্রকাশ করা যাবে? রামাদ্বান মাসের উদাহরণও ঠিক তেমন। রামাদ্বান মাসও আমাদের জীবনের এরকম এক অতিথি, যে অতিথির আগমনে আমাদের নিজের জীবনে বসন্ত নামে। রামাদ্বান এসে আমাদের জীবনের গুনাহগুলো মুছে দেয়। আমাদের জীবনকে নতুনভাবে সাজিয়ে, গুনাহমুক্ত করে রামাদ্বান বিদায় নেয়। রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন: “যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রামাদ্বান মাসের রোজাগুলো রাখে, তার পূর্বের গুনাহ ক্ষমা করে দেওয়া হয়।” [সহীহ বুখারী: ৩৮] পরিবর্তনের রামাদ্বান (ষষ্ঠ পর্ব) - আরিফুল ইসলাম ১৮ এপ্রিল ২০২১
রামাদ্বান প্লানার বইয়ের বিবরণ
- বইয়ের নামঃ রামাদ্বান প্ল্যানার
- লেখকঃ শায়খ আহমাদুল্লাহ
- পৃষ্ঠা সংখ্যাঃ ৪২ টি।
- ক্যাটেগরিঃ রোযা/সিয়াম বিষয়ক বই
- পিডিএফ সাইজঃ ১৫ মেগাবাইট প্রায়।
- রকমারি থেকে ক্রয় করার লিঙ্কঃ
Ramadan Planer Book by Assunnah Foundation
সম্পূূর্ণ ৩০ রমজানের প্লানার ডাউনলোড করতে রামাদান প্লানার বইটি ডাউনলোড করে নিন।
0 Comments: