Others PDF Books

A- Passage to the English Language Pdf book download

 বইয়ের নাম: A Passage To The English Language

লেখকের নাম: S. M. Zakir Hussain
প্রকাশনীর নাম: Rohel Publications
বইয়ের ক্যাটাগরি: English Grammar and Language Learning
ফাইল ফরম্যাট: Pdf (পিডিএফ)

এ পেসেজ টু ইংলিশ ল্যাংগুয়েজ বই রিভিউ:

বাংলাদেশে ইংরেজি শেখার যত বই আছে তার মধ্যে এটি আমার দেখা সেরা একটি বই।

বইটির বিভিন্ন দিক তুলে ধরা হল—
বইটিতে ইংরাজি শেখার জন্য টার্মগুলোর খুব সুন্দর ও সহজ ব্যাখ্যা দেওয়া রয়েছে, তাই নিজে নিজে ইংরেজি শিখতে এ বইটি খুব সহায়ক ভুমিকা পালন করে আসছে।

মাতৃ ভাষা বাংলায় এ-টাইপের আর কোনো বই রচিত হয়েছে বলে আমি জানি না। 
আপনার যদি ইংরেজি গ্রামারে দক্ষতা উন্নত করার প্রয়াশ থাকে, তবে অবশ্যই এই বইটি প্র্যাকটিস সঙ্গী করে নিন।
বাস্তবিক অর্থে, বাংলাভাষী কোনো শিক্ষার্থী যদি English Grammer এ মজা পেতে চান, তবে বইটি পড়বার কোনো বিকল্প নেই| বিশেষত, যারা| বিগেনারদের কথা মাথায় রেখে লেখা সহজবোধ্য ভাষায় ইংরেজি ব্যাকরণের খুঁটিনাটি সকল বিষয়ের আলোচনা করা হয়েছে এ বইটিতে| বইটির মোট পেজের সংখ্যা 1200 এর অধিক পৃষ্ঠা। অনন্য অসাধারণ এ-বইয়ের প্রতিটি পৃষ্ঠাতেই রয়েছে চমক। তাই বড় হলেও এ বই পড়তে গেলে আপনার কখনো ক্লান্তি আসবে না। বরং, জানবার আগ্রহ ক্রমশ বৃদ্ধি পেতে পাবে। সর্বোপরি, যাঁরা প্রকৃতপক্ষেই ইংরেজি শিখতে চান, তাঁদের জন্য সত্যই এটি অবশ্যপাঠ্য একটি বই। তো আর দেরি কিসের!

A Passage To The English Language
by S.M. Zakir Hussain Pdf Download: finally link is here
——————————–

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!