Others PDF Books

Asmanira Tin Bon by Humayun Ahmed pdf

বইয়ের নামঃ আসমানীরা তিন বোন
লেখকঃ হুমায়ূন আহমেদ
প্রকাশিতঃ জুন ২০০২
প্রকাশকঃ অন্যপ্রকাশ
সাইজঃ ১০ এমবি
ভাষাঃ বাংলা (Bangla/Bengali)
পাতা সংখ্যাঃ ৯৬ টি
বইয়ের ধরণঃ গল্প
ফরম্যাটঃ পিডিএফ (PDF)

“আসমানীরা তিন বোন” হুমায়ুন আহমেদের একটি সমকালীন উপন্যাস। এ উপন্যাস দ্বারা সমাজের অবহেলিত নারীদের উপর রচনা করেছেন।
এই উপন্যাসের কাহিনীতে দেখা যায়; আসমানি, জামদানি এবং পয়সা নামে তিন বোন। এদের কেন্দ্র করে রচিত হয় এ উপন্যাস। অতি দার্শনিক ভাবধারার অলস ভিক্ষুক স্বামীর সংসার এবং তিন কন্যাকে ফেলে রেখে নিরুদ্দেশ হয়ে যায় আসমানীদের মা আছিয়া। আছিয়া বর্ডার পার হয়ে ইন্ডিয়া চলে গেছে এই সংবাদের ভিত্তিতে ওদের বাবা ইন্ডিয়া যেতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়ে । নিখোঁজ হয় জমীর আলীও।

এরপরের কাহিনী শুরু পনের বছর পর। তিন বোন একটা সার্কাস দলে দড়ির উপর খেলা দেখায়। সার্কাস দলের মালিক হারুন সরকারের জবানিতে জানা যায় ছোট মেয়ে অর্থাৎ পয়সার বয়স যখন তিন তখন তারা এখানে এসেছে এবং সে নিজের হাতে তাদের খেলা শিখিয়েছে। এখানেই ঘটতে থাকে তাদের জীবনের নানান ঘটনা। একসময় তারা খুঁজে পায় তাদের ভালোবাসার মানুষকে। এখানে যেমন আছে দরিদ্র পরিবারের দুঃখকষ্টের কথা, তেমনিভাবে আছে তিনবোনের একে অন্যের জন্য প্রচন্ড ভালোবাসার উদাহরণও।

এই তিন বোন হল সমাজেরই অসংখ্য নারীর প্রতিচ্ছবি, যারা জীবনের তাগিদে সমাজের রক্তচক্ষুর উস্কানি উপেক্ষা করে প্রতিনিয়ত প্রতিফলিত করে যাচ্ছে তাদের প্রতিভাগুলো। আশা করি সকলের বইটি ভালো লাগবে। শুভ কমনা রইল।

Asmanira Tin Bon humayun ahmed pdf book link ; click here 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!