বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান সব লেকচার গাইড নবম দশম শ্রেণী 2020-21 pdf গাইড বই ডাউনলোড - Lecture Guide for Class 9-10 Pdf Download bd in bangla, elglish, math etc
ক্লাস 9-10 (এসএসসি) লেকচার গাইড বিনামূল্যে পিডিএফ ডাউনলোড করুন। ক্লাস নাইন টেন সমস্ত পাঠ্যপুস্তক পিডিএফ বই জেনারেল স্কুল, কারিগরি ও মাদ্রাসা এসএসসি পরীক্ষার্থীদের জন্য খুব সহায়ক হবে।
পড়ায় মন বসানাে:
পড়ায় মন বসে না, শিক্ষার্থীদের এ এক চিরন্তন অভিযােগ। আর মন বসে না বলে পড়া মাথাতেও ঢােকে না, তা হলাে এর ফলাফল।
তাহলে এর সমাধান
কী?
পড়ায় মন বসাতে
হলে আগে মন কেন বসছে না, তা। দেখতে হবে।
তার পর খুব
পরিকল্পিতভাবে সেই কারণগুলাে দূর করতে হবে।
কেন পড়ায় মন
বসে না? চলুন, দেখা যাক,
১. বাগড়া: আপনার
মন কি আশপাে কিছুতে চলে যাচ্ছে বারবার?
ডিস্ট্রকটেড?
পড়ায় মন বসাতে হলে
শুরুতেই এ ব্যাপারগুলাে দূর করেন।
আসলেই যখন পড়তে
বসবেন, তখন ফোন বন্ধ করে রাখেন,
ফেসবুকে
লগআউট এবং পারলে
সব কমের কম্পিউটার বন্ধ করে রাখুন। আপনার
পড়া যদি
কম্পিউটারে হয়, তাহলে অন্য সব
অ্যাপ বন্ধ করে বসুন, ইন্টারনেট
কানেকশন অফ করে
বসুন। আর যদি ইন্টারনেট লাগেই, তাহলে পড়ার
সময়টাতে অন্য সব
সাইট বন্ধ করে রাখুন। যেকোনাে ব্রাউজারেই কিছু
প্লাগিন পাওয়া
যায়, যার সাহায্যে বিভিন্ন
সাইটে কতক্ষণ যেতে পারবেন তা
সেট করে রাখা
চলে। (যেমন— ক্রোম-এ Stay Focused)।
মােদ্দা কথা,
আপনার মন পড়ার বাইরে
যাতে যেতে না পারে, সে জন্য
সবগুলাে রাস্তা
বন্ধ করে বসুন।
২. প্ল্যান করে
পড়ুন : পরিকল্পনা করে রাখুন কীভাবে পড়বেন, কখন
পড়বেন। আপনাকে
সেই সময়ে যাতে কেউ বিরক্ত করতে না পারে, সে
জন্য সময় বেছে
নিন। আবার কোন সময়ে আপনার মন বসে, তাও বের
করে নিন। কেউ কেউ
কাকডাকা ভােরে ভালাে পড়তে পারেন। (আমি
জীবনেও তা পারি নাই।
সকালে আমার মাথা কাজ করে না। আবার কেউ
আদর্ গভীর রাতে ভালাে পড়তে পারেন। আপনার ক্ষেত্রে কোন সময়টা কাজ
করে, তা বুঝে নিয়ে সেই সময়ে পড়ার জন্য নির্দিষ্ট
সময় বরাদ্দ করুন।
অন্য সব কাজ অন্য
সময়ে সেরে ফেলুন, পরিকল্পনাতে
সেটাও রাখতে
হবে।
৩. পড়ার মােক্ষম
সময়কাল: একটানা কয়েক ঘণ্টা পড়ে ফাটিয়ে ফেলবেন,
সেটা ভাবাটা ভুল।
তাই পড়ার জন্য দেওয়া সময়টাকে কয়েক ভাগে ভাগ
করে নিন। টানা
১৫-২৫ মিনিটের বেশি পড়লে আপনার বােঝার দক্ষতা
কমতে থাকবে। তাই
প্রতিবার এতটুকু পড়ার পরে বিরতি নিন, মিনিট।
খানেক বা পাঁচ মিনিটের জন্য। সেই সময়ে নিজেকে পুরস্কার দিন.
Lecture Guide for Class 9-10 Pdf Download Links
- BANGLA SAHITTO SONGKOLON
- ENGLISH FOR TODAY
- GONIT
- MATHEMATICS
- UCCHOTOR GONIT
- HIGHER MATHEMATICS
- BANGLADESH AND GLOBAL STUDIES
- KRISHI SHIKKHA / KRISI SIKKHA
- AGRICULTURE STUDIES
- HOME SCIENCE
- ISLAM & MORAL EDUCATION
- HINDU RELIGION & MORAL EDUCATION
0 Comments: