Others PDF Books

অংকের ধাঁধা Pdf – onker dada pdf book (eBook)

book অংকের ধাঁধা
Author
Editor
Publisher
type pdf
Edition Reprint, 2014
Number of Pages 128
Country বাংলাদেশ
 
“অংকের ধাঁধা”বইটির ভূমিকা:
ইয়াকভ পেরেলমানের বইগুলাে জনপ্রিয় বিজ্ঞান ও গণিত প্রকাশনায় পৃথিবীর অন্যতম শীর্ষস্থানীয় । কিন্তু বাংলা ভাষায় সেই বিশাল রচনাসম্ভারের খুব সামান্যই পাঠকের কাছে পৌছেছে। বাংলাদেশের বর্তমান গণিত আন্দোলনের প্রেক্ষাপটে গণিত সাহিত্যের চোখ-ধাঁধানাে বিশ্বসম্ভারের সাথে গণিতপিপাসুদের সাক্ষাতের সুব্যবস্থা করে দেওয়া আজ সময়ের দাবি। এই বইটি বাংলা ভাষায় পাঠকের হাতে তুলে দিতে পেরে নিজেদেরকে ভাগ্যবান মনে করছি। 
 
বইটির রচনাশৈলী সম্পর্কে কোনাে মন্তব্য করতে যাওয়াই উচিত হবে না, কারণ এর অসাধারণত্ব কেবল বইটি পড়েই অনুধাবন করা সম্ভব এবং ভাষায় প্রকাশ করা নিতান্তই অসম্ভব। ইয়াকভ পেরেলমানের বই পড়ার অভিজ্ঞতা যাদের হয়েছে তারা আশাকরি আমার সাথে একমত হবেন। বইটি সম্পাদনা করার সময় চেষ্টা করা হয়েছে যাতে করে এর মূল সাহিত্যরস যথাসম্ভব অক্ষুন্ন থাকে। জানি না এক্ষেত্রে আমার সফলতাব্যর্থতার অনুপাত কত! সে বিচারের ভার পাঠকের হাতে। 
 
পাঠক যদি বইটি পড়ে চিন্তাজগতের সামান্যতম ঐশ্বর্যের সন্ধানও পান তাহলে সেটাই আমার সর্বোচ্চ সন্তুষ্টির জন্য যথেষ্ট হবে। প্রকাশক মিলন নাথের অকুণ্ঠ সহযােগিতা ইভা এই বই প্রকাশ করা অসম্ভব ছিল। 
 
এছাড়াও বইটি প্রকাশের সর্বস্তরে পৃক্ত সকলের প্রতি মার্জেন-প্রাইম-সমান কৃতজ্ঞতা প্রকাশ করছি। বর জীবন হােক পাইয়ের মতাে সুন্দর, সব বাধা-বিপত্তি অতিক্রম করে জীবন-চলার-পথ হােক কোয়াড্রেটিক ইকুয়েশনের মতাে সহজ এবং হতবিক সংখ্যার মতাে সাবলীল।
 
অংকের ধাঁধা pdf link- click here

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button
error: Content is protected !!